কলমে: আব্দুল হাশিম বাবুল
Title: Rhyme of Deception
Author: Abdul Hashim Babul
Dhaka Bangladesh 🇧🇩
16 05 2024
🌹🎋🍓🌳🫒🌸🌼🌾
🌻🏵️🌿🍀🍂🌲🪷🌹
আজ মিথ্যা নিয়ে কথা হবেনা
বলবো কথা ছলনা নিয়ে,
আবু সুফিয়ান মিথ্যা বলেননি
হিরাক্লিয়াসের প্রশ্ন পেয়ে।
আবু সুফিয়ান ছিল নেতা বটে
মিথ্যা ছিলনা কোন তল্লাটে,
সত্যবাদী তার সর্বোচ্চেই যিনি
মুহাম্মদ সাঃ দরবার খানি।
আজকে ছলনার ছড়া ছড়ি খুব
বাহারি ছলনার বাহারি রুপ,
ছলনা গুলো বুঝা কঠিন হয়েছে
মানুষকে মানুষ কাঁদিয়ে হাসছে!
বাবার সাথেও ছেলের ছলনা
আবার মায়ের সাথে মেয়ের,
স্বামী ও স্ত্রীর ছলনা দেখিতেছি
দেশের শহর কিংবা গ্রামের।
বহু স্বামী স্ত্রীর বুকে মাথা রেখে
ঘুরে পর নারী নিয়ে পার্কে,
বহু ঘটনা ঘটেছে ঘটছে শেষে
নিয়ে গেছে নারীকে তর্কে।
দেখেছি বউ,শাশুড়ীর ছলনার
কাঠি পেছন থেকে নাড়তে,
পেছনের মানুষ পেছনেই থাকে
প্রিয় সংসার গুলো ভাঙতে।
ছলনারা এসেছে মূর্খতা থেকে
যদিও সনদ রয়েছে খুব,
কোথা পেয়েছ শিক্ষা সিলেবাস
আসমানী প্রশ্নে এবার চুপ।
ليست هناك تعليقات:
إرسال تعليق